ক্রিপটোকারেন্সি মাইনিংয়ে মস্তিষ্কের কম্পাঙ্ক ব্যবহার করবে মাইক্রোসফট

৩১ মার্চ, ২০২০ ১৫:২১  
ক্রিপটোকারেন্সির জন্য মানব মস্তিষ্ক ব্যবহার করতে চাইছে টেক জায়ান্ট মাইক্রোসফট। সম্প্রতি এক পেটেন্ট আবেদনের মাধ্যমে এ তথ্য প্রকাশ পেয়েছে। প্রমাণিত হয়েছে, ক্রিপ্টো কারেন্সি তৈরি বা মাইনিং এর ক্ষেত্রে মস্তিষ্কের কম্পাংকের ব্যবহার করে অ্যালগরিদম তৈরির প্রমাণ মিলেছে। পেটেন্টের শিরোনামে লেখা হয়েছে, “ক্রিপ্টো কারেন্সি সিস্টেম ইউজিং ডেটা অন বডি অ্যাক্টিভিটি”। এতে মানুষের শারিরিক ক্রিয়ার ওপর ভিত্তি করে ব্যক্তির দেহে একটি সেন্সর ব্যবহারের মাধ্যমে ডেটা পরিবহন করার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। এই যেমন- মস্তিষ্কের কাজ, রক্ত প্রবাহ এবং নড়াচড়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তা সার্ভারে পাঠাবে। ব্যবহারকারী যখন কোনও তথ্য বা সেবাদাতাদের সরবরহকৃত টাস্ক যেমন কোনও বিজ্ঞাপন দেখা বা নির্দিষ্ট ইন্টারনেট পরিষেবা ব্যবহার তখন এই মাইনিং প্রক্রিয়ায় ব্যবহারকারীর মস্তিষ্কের তরঙ্গ বা দেহের তাপ নির্গত হবে। এটা ব্যবহারকারীদের কাজ সম্পাদনে উৎসাহিত করবে। আর এই কাজ রূপান্তরিত হবে ‘ম্যাসিভ কম্পিউটিং ওয়ার্ক’ -এ যা কাজের প্রমাণ হিসেবে শরীরের এই ক্রিয়াকলাপকে ডেটা সংগ্রহের সঙ্গে জুড়ে দেবে।